অং সান সূচি’র পাশে নোবেল পুরস্কারটা
একেবারেই বেমানান আর যদি পুরস্কারটা
শান্তির উপর হয়, তবে তো কথাই নাই!


যার দু’টি হাতই রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত
সে এখনও শান্তির উপর নোবেল পুরস্কার
প্রাপ্ত বলে স্বীকৃত শুনলে সন্দেহ জাগে, এ
পুরস্কারের জন্ম বুঝি ব্যাফোমেটের জঠরে!


ফিলিস্তিন থেকে উইঘুর, মিয়ানমার হয়ে
কাশ্মীর-আসাম, অতঃপর গন্তব্য কোথায়?
ইসলামের স্বর্ণোজ্জল অতীতকে কলংকিত
করতে গিয়ে নিজেরাই এখন সন্ত্রাসী বলে
দুর্নামগ্রস্ত হয়ে গেল, বিধির কি প্রতিশোধ!


তারপরও অবাক হয়ে যাই এই পুরস্কারের
লোভ-মোহ মানুষকে কিভাবে আকৃষ্ট করে!
অবস্থা দৃষ্টে মনে হয় ক’দিন পরে নিজেরাই
এই রকম লেজে-গোবরে অবস্থা থেকে মুক্ত
হবার তরে করবে হয়তো তুমুল আন্দোলন!


ওহে কথিত মানবতার ধ্বজাধারী মানুষগণ
একবারও কি ভেবে দেখেছো, সূচি যেখানে
দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে কি খুব গর্বিত
বোধ করবে? জানতে খুব-খুবই ইচ্ছে করে!