দুখের দরিয়া, গিয়েছে ভরিয়া
অবিশ্বাসের জোয়ারে,
যমদূত এসে দাঁড়িয়েছে হেসে
স্বপ্ন ছড়ানো দুয়ারে!


দুখী মানুষ বলল কানে কানে,
ধরেছে অক্টোপাশ!
রক্ত শুষিয়া হত্যা করিয়া প্রাণ
বানিয়ে দেয় লাশ!


পতিহীন রমণী আব্রু হারিয়ে
করছে অশ্রুপাত!
বিদূষী ফাঁদে! ইনসাফ কাঁদে!
মিটে না তবুও সাধ!


অবনী বলে, মারিও না  ছলে
থাকবে না চিরকাল,
শোনে না কথা, জাগে না ব্যথা!
ভয় নাই পরকাল!


আাকাশে মেঘ, বাড়ে ঝড় বেগ,
নিভে যায় বুঝি দ্বীপ,
জ্বলবে ধুপ, বদলে যাবে রূপ!
স্বজনে মুছিবে টিপ!