ওই প্রাসাদে মিশে আছে
আমার রক্ত-ঘাম,
শ্বেত পাথরে খোদাই করে
দিলে তোমার নাম!

এই পৃথিবীর জীবন তুমি
করবে ক’দিন ভোগ!
গোরের মাঝে যাবে যেদিন
ধরবে কষে রোগ!


নিজের কি আর থাকবে তোমার
ধরার প্রসাদখানি!
সওয়াল-জওয়াব শুরু হবে,
কেউ দেবে না পানি!


ফেরেস্তাকুল করবে প্রমাণ
ধরবে আমলনামা,
আব্রু বিহীন নগ্ন দেহ,
রবে কি আর ভীমা?


ছল-চাতুরীর হিসেব কষে
করলে প্রতারণা!
প্রভু যখন কষবে হিসেব,
শুধতে হবে দেনা!