নরপশু নানা ছলে ফুল কলি পায়ে দলে;
আবার কি ফিরে এলো সেইদিন!
আলোহীন কালো চোখে শংকা শুধুই বাড়ে
প্রশ্ন জাগে মনে, ওরাই কি বেদুইন?


সময়ের ব্যবধানেও নিপীড়িত-অসহায়  
গুমরে গুমরে কাঁদে অসহ্য বেদনায়!
দু:খের অলিন্দে বসে স্বদেশী কষ্ট পায়
তবুও সুখের সাধ উঁকি দেয় পতাকায়!


সাগরের অথৈ জল শুভ্র ফেনা তোলে,
হৃদয়ে আবেগ ছড়ায় নিসর্গের ছলে!
দূর থেকে কাছে টানে, অন্তর দোলে;
তৃষ্ণা মেটে না তবু তিক্ত নোনা জলে!


দেখেছি রুগ্ন ধরায় অসুরের নগ্ন আঘাত;
সুখের বিরাণ ভূমে আজ দু:খের কালো রাত,
স্বপ্নীল আকাশে রঙধনু মুছে দেয় বুনো হাত!
নরকের যাতনা শেষে আসবে কি শুভ প্রাত?