হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি দেখেছ?
দেখেছ কি লাভার উদ্গিরণ?
কি বলবে, প্রকৃতির নির্মম খেলা?
আমি বলি স্রষ্টার গজব, ধ্বংসের তান্ডব লীলা!


উদ্গীরিত লাভার বিস্ফোরণে পূরো দ্বীপ হুমকির মুখে;
লাল, নীল, হলুদ, গোলাপী লাভার স্রোত
অদম্য উচ্ছাসে গ্রাস করছে সবুজের শেষ চিহ্ন!
আছড়ে পড়ছে প্রশান্ত মহাসাগরের নীল জলে!  
ঢুকে পড়ছে জনপদে নির্বিবাদে ফুঁসে উঠে ভীষণ গর্জনে!


ক্রুদ্ধ প্রকৃতির শক্তির উৎস কি?
দশ হাজার ফুট শূন্যে ভাসছে ছাইয়ের মেঘ!
লাভাধুম্রে মিশে আছে টক্সিক গ্যাস!
যার প্রভাবে দুষিত হচ্ছে পরিবেশ নিরন্তর!


আগুনের লকলকে লেলিহান শিখা  
ছোবলের পর ছোবল মেরে নিঃশ্চিহ্ন করতে চায় বুঝি
প্রশান্ত মহাসাগরের কপোল জুড়ে থাকা কলঙ্ক টিপ,
প্রতিদিন শত শতবার ভূমিকম্পে দুলে উঠছে হাওয়াই দ্বীপ!
যেখানে সজ্জিত ছিল পাপপুরীর কলঙ্কিত সভ্যতা!


ফেনিল লাভার স্রোত ছুটে চলে ভয়ানক
এ্যানাকোন্ডার মত দুর্বার গতিতে দিক্-বিদিক!
গ্রাস করছে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, ‘কিলাউয়া’র জনপদ!
কেউ জানে না এর শেষ কখন, কোথায়!


এখন আর জমছে না অভিজাত পতিতাদের নগ্ন সমাবেশ!
নিথর হয়েছে বার, নাইট ক্লাব, ক্যাসিনোর জুয়ার আসর!
হাওয়াই দ্বীপের গর্ভে লুকিয়ে ছিল জাহান্নামের অগ্নিশিখা!
ক্ষয়ে ক্ষয়ে দুর্বল হয়ে চলছে কেন্দ্রীয় চৌম্বকশক্তি!
যার প্রভাবে কোন এক সময় থেমে যাবে আহ্নিকগতি!
সূর্য উদিত হবে পশ্চিমে অভাবিত ভাবে!


পরিবেশ দূষণে দ্বীপবাসী সাগর পাড়ি দিয়ে হবে অভিবাসী!
এ কোন দুঃস্বপ্ন নয়! নয় গুজবের বাড়াবাড়ি!
নিমেষে দেখে এসো ইন্টারনেটে ভর করে হাওয়াই দ্বীপে,
স্রষ্টার ক্রোধের বহিঃপ্রকাশে চলছে ধ্বংসযজ্ঞ;
এ কিসের আলামত! মেধাবী বিজ্ঞানীদের দল যেথা হতাশ!
এ কি তবে কোন মহা-বিপর্যয়ের পূর্বাভাস!