এমনও কবতিা আছে-
মুখে মুখে বলে বলে
প্রমোশন পাওয়া যায়,


এমনও কবিতা আছে-
বিচার-আচার ছাড়া
ফাঁসিতেই প্রাণ যায়!


এমনও কবিতা আছে-
যে কবিতা লিখে কবি
প্রেমসুধা বিলিয়ে যায়,


এমনও কবিতা আছে-
যে কবিতা লিখে কবি
প্রেমীকে কাঁদায়!


এমনও কবিতা আছে-
দেশের আঙিনা জুড়ে
আবেগ ছড়ায়,


এমনও কবিতা আছে-
খোদাকে আপন মেনে
জান্নাত পেতে চায়।


সুরে সুরে লিখো কবি
মনের মাধুরী দিয়ে,
তোমারও আছে ঢের দায়।