অমানিশা এসে ঢেকে দিল জোছনাকে;
নিহত ফুলের ঝরে যায় খুন,
ঝরে পরে শতদল!


যবনিকা এসে কেড়ে নেয় ভালবাসা;
কল্পলোকেই মরেছে স্বপ্ন ভ্রুণ!
হয়ে গেছি হীনবল!


দানব নৃত্য জনপ্রিয় হলো আজ;
সুখের বাসরে কান্নার রোল!
অশনির চোখে ছল্!


পূব-পশ্চিমে কালো মেঘে হবে ঝড়;
সমর্পনের লুকোচুরি খেলে খল্!
কেটে গেছে ঢের পল!


অগ্নিগিরিটা ভুলেও ভেবো না বিগত প্রাণ,
কেড়ে নিতে পারে এখনও জান
করে মহা-মানী টলমল!


ক্ষণে ক্ষণে উড়ে কালো ধোঁয়া ওরে,
ঘটে যায় যদি হঠাৎ উদ্গিরণ!
অনিমেষে পাবে ফল!