মধুর বাক্য শোনার এখন মানুষ নাই!
সবার এখন অনেক টাকার বস্তা চাই!
ব্যাগে না আটলেও মিটে না আকাঙ্খা,
আরো চাই স্লোগানে, বাজায় সে ডঙ্কা!


প্রহরীরাও বসে নেই, নেই কারো ঘুম,
চলছে চারিদিকে লুটপfটের মহা ধুম!
কোথায় কি আছে আর বলো না ভাই,
সময় বিনষ্ট হলে মনে বড় ব্যথা পাই!


কার কি অবস্থা ছিল জানে তো সবাই;
সত্যকে মিথ্যা বলা, অকাজ একটাই!
জুলুমের প্রতিবাদ করলেই হয় বিপদ-
এমন কেউ নেই আর, করবে তা রদ!


যেখানে যা ছিল জমা চেটেপুটে খেয়ে-
ফুর্তিবাজ-উৎসবে, মাতে নেচে গেয়ে!
কোনো দিকে তাকাবার নেইতো সময়,
আহা কেউ মানছে না, চলছে অবক্ষয়!