পুত্রঃ     মা রে মা, আমি কই যামুরে!
          জলদি কইরা এক গ্যালাস আনান্দ দে।
জননীঃ  কি অইছে বাপ? অমন করোছ ক্যান?
পুত্রঃ    খুশির ঠেলায় ক্যামনে কমু রে মা!
জননীঃ  ও বাপ, পাগল হইছত নি?
পুত্রঃ    না রে মা, আমার গুরুতে কইছে-
         সামনের ব্যার ভোটে খাড়ামু!
জননীঃ  কছ কি? তরে ভোট দিবো ক্যাঠা?
পুত্রঃ    অহন আর কমু না মা, তরে দেহায়া দিমু।
         ক্যামনে জিততে অয়, এই বার হিকছি না!
জননীঃ  তরে না ছবতে টুকাই কয়!
          তুই না অলিত-গলিত পুইরা বেচছ!
পুত্রঃ    অহন মা আমরা ছাড়া আছেই বা ক্যাঠা!