বিত্তের প্রাবল্য বিনে মানব মূল্যহীন
অথচ জগৎ জুড়ে কেউ কি স্বাধীন!
প্রেম-ভালবাসা! বেকার মুখের বুলি
স্বার্থ ছাড়া খোলে না নয়নের ঠুলি!


স্মৃতির মিনারে কেউ কি থাকে বসে
পালকের মত যায় একে একে খসে!
এমন নিষ্পাপ জনতা যে কোথা পাই
যার মাঝে কুলজী আছে, বিদ্বেষ নাই।


আমাকে একটুখানি নির্মল আলো দা্ও
যেখানে আলেয়া নেই! মূল্য যা চাও;
যার যা সঞ্চয়, সবই তো তারই রয়
সময় বয়ে যায়, সাথে আয়ু হয় ক্ষয়।


ইচ্ছে করে সিড়ি বেয়ে আরশীনগর যাই,
বিশ্বাসের বিনিময় যেন সেই খানে পাই।