বন্ধুর ঘরে দেয় যে আগুন
সে জন কারও বন্ধু নয়,
বিচার ছাড়া দিলে সাজা
একাল-সেকাল হবেই ক্ষয়।


নিজের ভাল চায় সে কেবল
কথায় কাজে নেইরে মিল,
ভোগ বিলাসী দস্যু-দাসী
এক কাতারেই হয় শামিল!


মন্দ লোকের উস্কানিতে
ছন্নছাড়া হয় মানুষ,
শান্তি সুখের রয় না হদিস
স্বপ্ন পুড়ে হয় ফানুস!


জীবন নিয়ে চলছে জুয়া
নেতার ভুলের দেয় মাশুল,
তাদের কথায় সায় না দিলে
মানুষ হয় রে চক্ষুশূল!