হৃদয়ের গভীরে পশুত্ব জন্ম নিলে
আইনে হবে না রে কাজ,
আদর্শ দিয়ে তারে মুকাবেলা করে
শোধন করতে হবে রাজ।


যতই দম্ভ করে হেঁটে চলি জমিনে
পারবো কি তারে ধ্বসাতে!
যতই নিজের শ্রেষ্ঠত্ব জাহির করি
পর্বত পারবো কি ডিঙ্গাতে?


সুখের জান্নাত আছে কার কাছে?
রুখে দিতে পারো কি দুখ?
রিজিকের মালিক মানুষতো নয়-
পারে না সে মিটাতে ভুখ।


শক্তির অহম থাকে না বেশিদিন
জানি না নিজের ভবিষ্যৎ,
অথচ, বীর বলে করি বাহাদুরি
দেখাই অহরহ কত হিম্মৎ!


তার চেয়ে এসো না সবাই বলি,
সৃষ্টিকর্তা তো শুধু একজন,
তাঁর প্রতি চলো নত করি শির-
তিনিই তো পবিত্র মহাজন।