আমরা যারা মানুষ বলে শ্রেষ্ঠত্ব দাবী করি!
অথচ স্বীকার করছিনা আল্লাহর অধিকার!
তিনি তো বলেছেন, জ্বিন-আর ইনসানকে-
”মানো আমাকে-অন্যকে শরিক না করে।”
অথচ আমরা শরিক করি-কার্ল মার্কসকে!
শরিক করি তেত্রিশ কোটি দেব-দেবতারে!
কেউ, আব্রাহাম লিঙ্কনরেও বলি ভাগিদার!
জমিনে দেখি রাজতান্ত্রিক-জেদী স্বৈরাচার;
কেউ বলে ভালো বিশ্বজনীন সুদী কারবার!
অনেককেই বিশ্বাস করতে দেখি ত্রিত্ববাদ!
কেউ-আবার সগৌরবে বলে বুদ্ধ মহামতি!
কেউবা বসে আছে দাজ্জালের অপেক্ষায়!
নাস্তিক দাবী করে, প্রভুকে করি অস্বীকার!
মূলত হয়ে প্রকৃতি পূজক-ইসলাম বিদ্বেষী!
জ্যোতিহীন হয়ে ডুবে অন্ধকারে বারংবার!
হারিয়েছি খেলাফত! করে প্রকৃতরে বর্জন!
ভোটবাদী হয়ে করি নবীজীর সুন্নত খণ্ডন!
তাহলে বলো মানি কি আল্লাহ্’র অধিকার?