আজ বুলেটের গল্পটাই বলি না হয়।
আসলে বুলেট কিন্তু সেই বুলেট নয়;
যে বুলেটকে বন্দুক দিয়ে ছোড়া হয়!
মানবসন্তানের মত তাকে দেখা যায়;
যার শুরুটা ছিলো খুব বেশি গতিময়!
সবখানে সবকাজে, পেয়ে যেত জয়!
শৈশব কেটেছে তার আদর-সোহাগে
বাড়তে থাকে মায়ের, স্নেহ-আবেগে।


মিটেছে চাহিদা তার কিছু না চাইতে,
অথচ জন্ম ছিলো তার বিবর্ণ মহিতে!
কুড়িয়ে পেয়েছিল তাকে তার পালক,
পালক মাতা তাকে, ভাবতো নোলক।
আদরে বাঁদরের মত বড় হতে থাকে!
ভয়ংকর হয়ে উঠে, অপরাধীর ডাকে!


চলাফেরা করতো সে রাতের আঁধারে,
ছিল সে অপ্রতিরোধ্য ঘৃণ্যের কাতারে!
হেন কসুর নেই সে করে নাই জগতে!
সবাই ভয়ে কাঁপে, কে বা চায় মরতে!
কিন্তু, একদিন পড়ে গেল ভীষণ ঝড়ে!
অকস্মাৎ ধ্বংস হ’লো বজ্রপাতে পড়ে!