প্রেমের শিখা জ্বলুক হৃদে,
আসুক শান্তি বিশ্বলোকে,
নইলে কাতর হবে মানুষ
সব হারাবার কষ্ট-শোকে।


বিশ্ব জগৎ সৃষ্টিকারী
নন যদিও দৃশ্যমান,
মাখলুকাতের ভোগ্য বস্তু
সকল কিছুই তাঁহার দান।


মৌল বস্তু তাঁরই সৃষ্টি
মানব শুধু প্যাঁচ লাগায়!
কৃত্রিমতার জট লাগিয়ে
বিশ্ব গ্রামের দুখ বাড়ায়!


জীবন-মরণ, বিয়ে-সাদীর
খবর গুলো কে জানায়,
জীবের ভ্রুণ আর রক্তকণা
আল্লাহ্ ছাড়া কে বানায়!


হর-হামেশা খুন-খারাবী;
মানুষ করে পেতে জয়!
এই মানুষই ঈর্ষাকাতর,
লোভ-লালসায় ডুবে রয়!


তৈরী করে আগ্নেয়াস্ত্র
যুদ্ধ করে বিশ্বময়,
জ্ঞান-গরিমার বাহাদুরী
এই মানুষের জন্য নয়।