(শেকসপিয়রিয় ছন্দে লেখা)


নিষ্পাপ শৈশবে দিন কাটে মমতায়;
জীবনের সেরা ক্ষণে, নেই কোন দায়।
হেলা ফেলা করে কাটে, দুরন্ত কৈশোর,
চঞ্চল সময়ে নেই, কোন অবসর।


স্বপ্নময় খেলাঘরে উঠেছিল ঝড়!
হাতছানি দিয়ে ডাকে, হৃদের দোসর।
মন দেয়া নেয়া শুরু হয় এই বেলা,
দিনমান চলে শুধু, লুকোচুরি খেলা!


জীবন-যৌবন তরী, পার হয়ে যায়,
বার্ধক্যের ভার এসে, করে অসহায়!
বেলা শেষে নিভে যায়, মাটির প্রদীপ,
ঘুঁচে যায় ব্যবধান, আমীর-গরিব।


চুকে যায় ভালবাসা, মান-অভিমান,
এ ভাবেই জীবনের, হয় অবসান!