মায়ের মমতাটুকু রেখেছি হৃদয়ে;
চলে গেছ মা তুমি দূরে-বহুদুরে!
অচিন দেশে হারিয়ে গেলে জননী
তুমি আজ নেই কাছে!


তোমার সোহাগী আদরটুকু নাই!
তোমার মুখের হাসি টুকু আমি
কেমন করে আবার ফিরে পাই!
বলার কি কেউ আছে!


যখনই মনে পড়ে তোমায় খুঁজি;
আঁখি জুড়ে নেমে আসে শূন্যতা!
আবেগে অশ্রুঝরে ক্রমাগতভাবে
হতাশায় মনটা কাঁদে!


দেখিনি কতদিন মুখটি তোমার;
বিরহ-বেদনায় বাড়ে অস্থিরতা!
সৃষ্টিরহস্য কেন খেলে লুকোচুরি!
পড়েছি কষ্টের ফাঁদে!