ব্যর্থ জীবনে আমি
হেরে যাই প্রতিদিন,
সকলই রইবে পড়ে
শুধিবে কারা ঋণ!


অথচ, সব মরীচিকা
লিখে মিছে পাদটিকা,
সাফল্য মুচকি হাসে
আলেয়া দেয় ধোঁকা!


কলঙ্কের মিথ্যে বোঝা
নিন্দার আসনে বসে
ছলনার নষ্টামি দিয়ে
আষ্টেপৃষ্টে বাঁধে কষে!


সত্য পরাজিত হয়
নিত্য জগতে একা!
নকলই আসল হয়ে
টেনে দেয় যবনিকা!


সুখের কল্পনা বলে
জীবনের পথ বাঁকা,
শহীদের আত্মা বলে
বিজয়ের বুলি ফাঁকা!