সত্য যখন পথ খুঁজে না পেয়ে থমকে দাঁড়ায়!
সভ্যতা তখন মিথ্যার আবরণে নিজেকে হারায়;
এখনো কি ঠেকেনি বন্ধু দেয়ালে তোমার পিঠ?
ছাড়াতে পারো না অকারণে লাগাও কেন গিট?
চাকচিক্যের মাঝেও শুনি জনতার আর্তচিৎকার!
নিউ ওয়ার্ণ্ড অর্ডারের নেশায় ছুটে চলো দুর্বার!
সেই কবে থেকেইতো পড়েছো পরাশক্তির তাজ
সুষম সমাজ গড়ার তরে গড়েছো কি ছন্দরাজ?
হায়! ইত্যবসরে ললাটে তোমার পড়েছে ভাঁজ!
অহেতুক দম্ভ প্রকাশ করে হারাও কেন মেজাজ?
স্বপ্নের মাঝে ডুবে আছো যেখানে শুধু অন্ধকার!
কষ্টকর উত্তাপে মানবতা ফেরারী হয় বার বার!
শ্যামল জমিনে রক্তাক্ষরে লিখা কষ্টের ইতিহাস
মুক্তি পরাভুত, মিছরির ছুরিতে আশা হয় লাশ!