মনের মাঝে লুকিয়ে আছে
সত্য যেমন সদা,
আমার ঘরে ঘুমিয়ে আছে
তেমনি শিমুল, গাঁদা।


সূর্য যেমন জেগে উঠে
নিত্য সকাল হলে,
আঁধার রাতে চন্দ্র দোলে
নীল আকাশের কোলে।


স্বপ্ন যেমন হৃদয় কোনে
আল্পনা আঁকায়,
শান্ত জলে পদ্ম তেমন
ঘুমায় কুয়াশায়।


বিন্দু বিন্দু শিশির যেমন
চরণ ছুঁয়ে যায়,
আলগোছে সমীর এসে
পরানটা জুড়ায়।


তেমনি আমার মন পাপিয়া
আলতো করে গায়,
ছন্দে ছন্দে সুখ পাখিরা
দুলছে আমার নায়।