কারবালা থেকে ইমামের খুন
ডেকে বলে বারে বার,
মিথ্যার সাথে করো না আপোস
পুড়ে হবে ছারখার।


চিরদিন কারো থাকে নাতো প্রাণ
মাটি খায় দেহ গিলে,
ঈমানের দাবী করো যদি শোধ
শান্তি মিলিবে দিলে।


শত শহীদের অধিপতি হয়েও
বিলিয়ে দিলেন প্রাণ,
সত্য প্রেমীর সেই বলীদান
ছড়ায় শক্তির ঘ্রাণ।


পৃথিবীর মাটি যদিও বা খাঁটি
রইবে না চিরদিন,
জীবন থাকতে করো পরিশোধ
স্রষ্টার কিছু ঋণ।


মহররমের দশম তারিখে
নবীজীর প্রিয় নাতি,
এজিদের কাছে নত করে শির
চান নাই কোন খ্যাতি।


সেই ইতিহাস আজো অম্লান
শিক্ষা গ্রহণ কর,
অন্যায় যারা করে পৃথিবীতে
তার হাতখানি ছাড়।
------------------------------------------------------------