মানবতা বিবর্জিত তথাকথিত সভ্যতা
সবুজ-শ্যামল-সোনালী জনপদের স্বপ্ন আর
জোৎস্নাভেজা নিসর্গকে ভ্রান্তির ফাঁদে ফেলে
দাঁড় করিয়ে দিয়েছে অতৃপ্তির মুখোমুখী!


তাইতো মানব মন ছুটে চলে কি এক নেশায়;
মায়াবী মোহের জালে ফাঁসে বিলাসী প্রভায়!
অজানা-অচেনা গাঁয়, দুরাশা মিটে না হায়!
সবই যেন মূল্যহীন! বিলীন হয় ধোঁয়াশায়!


প্রতারিত প্রেমিকমন, মিটে নারে প্রয়োজন,
মিটে না মনের সাধ বর্ণচোরা দুনিয়ায়!
হায়রে! ধূর্ত প্রথা, ধোঁকা দেয় নগ্নতায়!
যেখানে হারায় বোধ মধুর মরীচিকায়!