বিরহ বেদনা বাড়ায় যাতনা
হৃদয় হয় কাতর,
শ্রাবণ দেখেছি প্লাবণ সয়েছি
মনটা করে পাথর!


জোছনা হাসে না রজনী কাটে না
কাটে না দুখী প্রহর,
অধরা কামনা রসনা মিটে না
সজনী তবু অনড়!


মোহনা খুঁজেছি মিলন চেয়েছি
করেছি কত আদর,
হিমেল বাতাসে বাসনা জাগাতে
ঢেকেছি দিয়ে চাদর!


সহসা মদিরা জ্বেলেছে অনল
ঝলসে দিয়ে বাসর,
অশুচি চেতনা বাঁধন মানে না
হয়েছে কেলি দোসর!