বাতাসে পাক খায় শঙ্কার অনুবীজ;
ডঙ্কা বাজিয়ে ভাবে ওরা মহাবীর!
মরণ আসে-আসুক করিও না ভয়
জালিমের কাছে নত করিও না শির।


জীবন মূল্যহীন যেন ক্ষণিকের ধোঁকা
অযথা মূল্য দিযে সাজিও না বোকা,
অচিননগর থেকে আসবে যখন ডাক
ঘুরে যাবে জীবনের সমাপনী বাঁক।


সুখে-দুখে কেটে যাবে অবনীর বেলা
ওই পাড়ে শুরু হবে অসীমের খেলা।
জৌলুসে ধোঁকা খেয়ে যদি করি হেলা
সূত্রপাত হবে যন্ত্রণার অনন্ত পালা!


স্বপ্ন ভেলায় চড়ে ভুলে যাই মহাকাল
খামচি দিয়ে ধরে ভ্রান্তির বেড়াজাল,
এ জীবন প্রহসন; জ্ঞান দাও মহাজন,
হালকা করে দিও প্রিয় পাপের ওজন।


এপারে করে ত্যাগ, ওপারে পাব সুখ
হে মহান বিচারক, দিও না আর দুখ,
বিশ্বাস যেন আল্লাহ্ সত্যে থাকে অটুট
শান্তি কেড়ে নিয়ে দিও না দিলে চোট।