সৃষ্টিরহস্যের অনু-কণা দেখাবার তরে
ডেকে নিলেন প্রিয় বন্ধুকে অতি সযতনে,
সাত আসমান ভেদ করে স্বীয় আরশে
মহামিলনের মহা-আনন্দ আহা দু’টি মনে।


আরোহণের প্রথম পর্বে সুবর্ণ নিশিভ্রমণ;
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা,
শ্রেষ্ঠতম মহামানবের হৃদয়ে জমে আছে
আজন্ম লালিত প্রেম, দীপ্তিমান ভালবাসা।


তখনো বেদনা ছিল প্রিয়জন হারাবার;
শুরু হয়েছে চারপাশে নিষ্করুণ নির্যাতন!
লাভার মত নিরন্তর গড়িয়ে পড়ে খুন!
যে ভুখন্ড উত্তম ছিল, আজ স্তব্ধ অরুণ!


তখনই এলো সেই মহিমান্বিত শুভক্ষণ-
স্বর্গীয় বাহন বোরাকে ভ্রমণের আয়োজন,
সপ্ত আকাশ পাড়ি দিতে, সহ্য বাড়াতে
তাঁর বক্ষ বিদারণ করে হৃদয় ধুয়ে দেন!


মুহুর্তে পৌঁছেন মসজিদ, আল-আকসায়;
দু’রাকাত নামাজে ইমাম হ’ন সৃষ্টির গর্ব,
সমস্ত নবী, রসুল উপস্থিত ছিলেন সেথা
সমাপ্ত নবীজী‘র অপূর্ব যাত্রার প্রথম পর্ব।


চলবে---


(শাইখ ডঃ ইয়াসির ক্কাদির সাহেবের বক্তব্য অবলম্বনে।)