নবী(সাঃ)আল্লাহ্’র এতটাই কাছে চলে গেলেন যে,
স্রষ্টার প্রথমসৃষ্টি কলমের লেখার শব্দ শুনতে পেলেন।
অতঃপর তিনি আল্লাহ্’র সাথে সরাসরি কথা বলেন,
তবে কি নবী(সাঃ)তখন আল্লাহকে দেখেছিলেন?


নবীজী’র উত্তর ছিল দেখেননি সরাসরি আল্লাহকে
তবে দেখেছিলেন তাঁর নূরের তৈরী পবিত্র হিজাব,
আল্লাহকে প্রত্যক্ষ দেখার পরম সৌভাগ্য হবে জান্নাতে,
যেখানে তিনি মহাবিচারক, যেদিন মানবেই সবে রব।


আল্লাহ্, রসুল(সাঃ)কে দিলেন বিশেষ তিনটি উপহার;
ফরজ নামাযের সাথে সূরা বাকারার শেষ দুই আয়াত,
আল্লাহ্’র সাথে শিরক না করে যে করবে মৃত্যু বরণ
বড় গুনাহ ক্ষমা পাবে নবীর উম্মত, আল্লাহ’র রহমত।


এরপরে আল্লাহ্ দিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাতের নির্দেশ;
এটা ছিল নবীজী(সাঃ)র জীবনে একটা বিখ্যাত ঘটনা,
ফেরার পথে মুসা(আঃ)’র সাথে নবীজী’র হলো দেখা
মুসা(আঃ)বলেন, ফিরে যান, করুন কমানোর প্রার্থনা।


নবী(সাঃ), জীব্রীল(আঃ)’র দিকে তাকান আগ্রহ নিয়ে,
জীব্রাঈল(আঃ) ইশারায় বলেন, হ্যাঁ, সেটাই উচিৎ হবে,
এভাবে কমাতে কমাতে পাঁচ ওযাক্তে নামিয়ে আনা হলো;
মুসা(আঃ),নবীজীকে বলেন, অপনার উম্মৎ কি পারবে?


চলবে-----