এটা কোন কবিতা কিনা জানি না,
তবে কল্পকথা কিন্তু একেবারেই নয়;
এটা চৌদ্দশত বছর আগের ইতিহাস,
সেখান থেকেই নেয়া সত্যের নির্যাস।


মসজিদুল হারাম থেকে আল-আকসা,
মুহুর্তেই পাড়ি দিলেন বোরাকে চড়ে,
সহী বুখারীতে মোহাম্মদ আল বুখারী
বলেন, এটা পশু, যা ছিল অগোচরে।


অকল্পনীয় গতিসম্পন্ন দ্রুতগামী প্রাণী,
যা গাধার চেয়ে বড়, খচ্চরের ছোট;
গায়ের রং ছিল শুভ্র, অদৃশ্যে ছুটতো
মুহুর্তে পার হতো, ভীষণ-ভীষণ দ্রুত!


বোরাক রেখে রফরফ’এ উঠে গেলেন
উর্দ্ধে, ফেরেস্তার সাথে সপ্তম আসমানে;
আল-আকসা থেকে ফিরেছিলেন মক্কায়
বোরাকেই চড়ে, যখন ফিরেন জমিনে।


অবশেষে ইব্রাহিম(আঃ)বলেন নবীকে;
আমার সালাম পৌঁছিও উম্মতের কাছে,
শুরু হলো যাত্রা সিদরাতুল মুনতাহায়;
যেখান থেকে জীব্রীল রয়ে যান পিছে।


চলবে------


(শাইখ ডঃ ইয়াসির ক্কাদির সাহেবের বক্তব্য অবলম্বনে।)