অবশেষে রসুল(সাঃ)মসজিদুল হারম’এ ফিরে এলেন;
রজনীর অবসানে মক্কায় উঠে প্রভাতে সোনালি রোদ,
আগেই নবীজী ঘুম থেকে উঠে ভাবেন, জানাতে হবে
ঘটনা সবাকে, আল্লাহ্’র নির্দেশ আছে, জাগিল বোধ।


আশঙ্কা জাগে বিস্ময়কর এই ঘটনা মানাতে কষ্ট হবে,
তাই দুশ্চিন্তার ছাপ প্রকাশ পায় তাঁর চেহারার মাঝে;
ইসলামের নগ্ন শত্রু আবু জেহেল সামনে দিয়ে যাচ্ছিল,
যে নাকি নবীজীকে সদা দুঃখ দেবার অজুহাত খোঁজে!


ঘৃণ্য সে প্রাণী প্রশ্ন করলো তাঁকে, কি হলো তোমার?
আল-আমিন বলে খ্যাত রসুল(সাঃ)বলেন আদ্যোপান্ত;
নবীজীকে কষ্ট দিলেও ভাবেনি সে এমন কিছু শুনবে!
সব শুনে স্তম্ভিত হয়ে আবু জেহেল হয়ে গেল অশান্ত!


আবার জিজ্ঞাসা করে, কাল রাতে আল-আকসা গিযে
আজকেই আমদের মাঝে কেমন করে সে ফিরে এলো!
তখনকার দিনে মক্কা থেকে আল-আকসা যেতে আসতে
কয়েক সপ্তাহ সময় লাগত, বিষয়টা বলে রাখা ভালো।


নবীজী ঠাট্টা করছেন না; আবু জেহেল নিশ্চিত হ‘লে
বহু লোককে সমবেত করলো, বিরাট ভীড় জমে গেল!
শোন সবে, মুহম্মদ সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবে
মানুষ তাঁকে নিয়ে তামাশা করবে, সে তাই ভেবেছিল।


চলবে----