আবার আসবো ফিরে
প্রকৃত মোমিনের ঘরে,
নির্মম বাস্তবতা যত করে দিতে ফাঁস;
তুমিও থেকো না বসে
জেগে উঠো দল বেঁধে,
অলস বসে কেন হবে শুধু শুধু লাশ!


বর্বরতার চিপায় পড়ে
দুঃখ পাই জীবন ভরে,
আল্লাহ্’র দয়া হ’লে হ’বো না বরবাদ,
তাঁরই রজ্জু ধরলে কষে
শান্তি মিলবে অবশেষে,
তখন পাবো সর্বজনে মহামুক্তির স্বাদ।