তখনো আরব জাতি আঁধারেই ছিল ডুবে
উঠেনি সোনালী রবি রজনীর শেষে পুবে;
হাজারো গোত্র ছিল, ছিল ঢের ভেদাভেদ
নিয়ম ভাঙ্গার অহংকারে ছিল না নিষেধ!


মাদকে বেতাল ছিল পুরো জাতি নেশামগ্ন
আসর জমাতো নারী হায়! অবারিত নগ্ন!
ক্ষমতাহীন মানব ছিল বলবানের ক্রীতদাস
বিনা দোষে নারী শিশু হতো জীবন্ত লাশ!


কাব্যচর্চায় ছিল সুরা-সাকির তীব্র প্রয়োগ
নিত্য ঝগড়া ছিল যেন অনিরামিত রোগ!
তাগের আদর্শ অস্পৃশ্য! নেশা ছিল ভোগ
সাহস ছিল না, অবিচারে করে অভিযোগ!


এমনই অভাগা দেশে পাঁচশত সত্তর সালে
বারোই রবিউল আউয়াল, দিন সোমবার,
শান্তির দূত বিশ্বনবীর হয়েছিল শুভাগমন;
উন্মোচিত হলো নতুন দিগন্ত নব আশার।


এগারো হিজরী সালের রবিউল আউয়াল
মাসের বারো তারিখ আবারো সোমবার,
বিশ্বমানবতার মুক্তিরদিশারী চলে গেলেন;
এখনও সচল সেই জীবন বিধান প্রচার।