হরেক রকম তন্ত্র নিয়ে থাকি সদা ব্যস্ত
আঁধারে খুঁজে মরি পথ!
ত্যাগের মাধুরী ভুলতেই করছি শপথ!


বিশ্বাসে আসে যদি উপেক্ষার অবসাদ
দর্শনও হয় নিরানন্দ!
ভুলের মাশুল দিতে পান্থ হয় মহাক্লান্ত!


বিনম্র পরিসরও বেড়ে উঠে রুক্ষতায়
দিগন্তে উঠে ধূলিঝড়!
অহমিত প্রজন্ম একদিন মানে পরাজয়!


সত্যকে করি যদি সকলেই অস্বীকার
স্রষ্টার কিবা আসে যায়!
কারণ, সে কখনো কারো অধ নয়।


তার দেয়া প্রসাদে আসে যদি অরুচি
বেছে নাও স্বতন্ত্র রথ;
ভেবো না গন্তব্য তব, হবে নিরাপদ।