বহমান বৈরিতার রক্তস্রোতে
অবিরাম বিস্তৃত হয় বিষাদের সিন্ধু!
ভেসে যায় কবিতার সুললিত ছন্দ;
সলিল সমাধি হয় পরিণত প্রেমের!
মক্কা বিজয়ের পর ক্ষমার মাধুর্যে
বিশ্ব জয় করে ইতিহাসকে ধন্য করেছেন
কালজয়ী হৃদয় সম্রাট হযরত মুহম্মদ(সাঃ)।
যার অনুসারী হয়েও ব্যর্থ হয়
পথের দিশারী মুসলিম হতে!
পরশ পাথর ফেলে জন্মান্ধদের
ভাবে যারা মহা কৌশলী,
অবাধ্য পান্থ ওরা হারিয়ে সুপথ
স্বপ্নাবিষ্ট হয়ে ডঙ্কা বাজিয়ে চালায় রথ!
অথচ কলির কালো মানিক
মানবতার জঘন্য শত্রু বর্ণ বিদ্বেষীদের
ক্ষমা করে দিয়ে স্বর্ণোজ্জল ইতিহাস গড়ে
প্রতিহিংসা পরায়ণদের জানিয়ে দিলেন,
ক্ষমাই হৃদয় জয়ের শ্রেষ্ঠ পথ;
ধিকৃত নিন্দিত জিঘাংসা নয়,
যার আবেদন সর্বগ্রাহ্য বিশ্বময়।