উদ্ধত দুর্মুখের অঙ্গুলী হেলনে
নেচে ওঠে অন্দর-বহির্বাটি
কচি-কাঁচা গায়, গায় মহাজন
পরমারা শরম ভুলে হয় সহপাঠী।


আনন্দ বিহঙ্গ হয়ে দেয় আত্মাহুতি!
প্রজাপতি করে না নৃত্য ভুলিয়া কানন
আকুল পাথারে করে সুনীতি রোদন
সোৎসাহে কোরাসে মগ্ন হায়রে সুজন!


মোহনীয় বিজয় এনেছিল রণবীর
কন্টকাকীর্ণ পথে তপ্ত লহুতে ভিজে!
আনন্দে আত্মহারা কদর্য নট-নটী-
উচ্ছিষ্টরা বেসামাল হয় ভাগারে মজে!


স্বাধীনতা ডুকরে কাঁদে বিবর্ণ সমাজ!
তস্করের পদভারে কুন্ঠিত ‍মুক্তির সোপান!
রিক্ত-সিক্ত জননী বিছিয়ে ছিন্ন আঁচল-
ভিক্ মাগে শান্তি, মহত্বের প্রমাণ?


মুক্তির বারতা নিয়ে এসো অহিংস নবীন
অক্টোপাশের বেষ্টনী ভেঙ্গে হও সংশপ্তক,
অভাজন অপসারণ কিংবা অবরুদ্ধ করে
অবারিত কর সুমতির দ্বার, সত্য সাধক!