হায়রে! আহারে! বিশ্বমহামারী
সবার সাথে সবার হচ্ছে আড়ি!
অনেকেই করছে খুব বাড়াবাড়ি
অভিমানে চলে যায় বিশ্ব ছাড়ি!


জীবনের গভীরেও জীবন আছে,
যেখানে জীবনের করো অন্বেষ,
সেখানে প্রেম আর আলো আছে
আছে মুগ্ধ করা স্বপ্নিল আকাশ।


জীবন কিভাবে যে স্বপ্ন হারায়!
তাই ভাবি মানুষ কত অসহায়!
হাজার-লক্ষ বার আসে বিপর্যয়
তবুও ভুল করি ভ্রান্তির নেশায়!


জীবন পরিক্রমায় সবার মাঝেই
অগোচরে-অজান্তে ঘটুক উত্তরণ,
প্রেম আর স্বপ্নের অন্বেষণে করি
চিরদিনের তরে মোহমুক্তির রণ।