বিনম্র শব্দ কোষে প্রেমের গান গেয়ে
প্রেমীকে হয়তো বা কাছে টানা যায়,
কিন্তু বিদ্রোহের বারুদে গণ মানুষের
অভ্যুত্থানে কি প্রেরণা যোগানো যায়?


দ্রোহের স্ফুলিঙ্গ জমিনে ছড়িয়ে গেলে
রক্তের হোলিখেলায় বেড়ে যাবে শঙ্কা!
সাজবে রণতরী খাল-বিল-নদী জুড়ে
আকাশে-বাতাসে বেজে উঠবেই ডঙ্কা!

মুক্তির আকুতি যদি মাঠে মারা যায়,
স্বপ্ন নীরবে যদি ভাগাড়ে আশ্রয় পায়!
অধিকার ফিরে পাওয়া হয় যদি ইস্যু
জনস্রোতে মিশে যাবে নিষ্পাপ শিশু!


আঁধারে ডুবে যাবে আলোকিত জনপদ
শান্তিপ্রিয় সমাজ দেহ হবে ক্ষত-বিক্ষত!
অসম লড়াই হলে সমতা হারিয়ে যাবে
সত্য-অসত্যের কাছে করবে মাথা নত!