ভূতের বাড়ি,         ভূতের বাড়ি,
   ভুতের বাড়ি নেই কোথায়?
তাল পুকুরে,         বাঁশের ঝাড়ে,
   বট-পাকুড়ের গাছ তলায়!


প্যাঁচা কিংবা            কাল বিড়াল
    দেখলে শরীর হয়রে হিম!
ওরা কিন্তু              ভূত নয় কেউ
    ভূত হলো যে ভিতুর ডিম!


শ্মশান ঘাটে,            গোরস্থানে
     সবাই কেন পায়রে ভয়!
ভূত দেখে যে          পায়রে ভয়,
     তারই হবে জীবন ক্ষয়!


ভূতের গল্প            শোনার তরে
     পাগল হয়রে সব শিশুই,
ভূত দেখে কেউ       ভয় পেয়ো না,
    ভূত বলে তো নেই কিছুই।


আসল কথা              ভুতের বাড়ি
     মনের ভিতর লুকিয়ে রয়!
মনের সাথে                 যুদ্ধ করে
    তোমরা করবে ভয়কে জয়।