(প্রিয় কবি সহিদুল হক এর আহবানে সাড়া দিযে তাঁর আলোচনার কমেন্ট বক্সে প্রদত্ত ছড়াটি আসরে পোস্ট করলাম।)


সবাই দেখি ইস্কুলে যায়
দশটা যখন বাজে,
বুকটা আমার হু হু করে
মন বসে না কাজে।


ঘরে আমার অসুস্থ মা
বাবার খবর নাই!
সকাল বেলা কাজে ছুটি
তাইতো অর্থ পাই।


বোনটি হলো কাজের বুয়া
পেটটা চলে তাই।
মা জননীর জন্য কিছু
নিত্য ওষুধ চাই।


কাজের ফাঁকে দেখি চেয়ে
মজার পোশাক পড়ে,
ছেলে-মেয়ে ইস্কুলে যায়
মনটা কেমন করে!


মনের মাঝে ইচ্ছে জাগে
পড়বো সকাল-সাঁঝে,
আবার মনটা কাঁদে যখন
ছুটির ঘন্টা বাজে।