আমি তো যেতে চাই-
অনল দরিয়া ছেড়ে সুখের নগর,
যেখানে স্রোতস্বিনী দুধের নহর
যেখানে রমণীয় অসীম প্রহর।


আমি তো যেতে চাই-
নীলিমা পেরিয়ে ফুলের শহর,
যেখানে সারি সারি স্বর্ণালী ঘর;
বেদনা মাড়িয়ে সেই শান্তি নগর।


আমি তো পেতে চাই-
স্নিগ্ধ রজনীর নির্মল আনন্দ;
হৃদয় হরণকারী স্বপ্ন অফুরন্ত
অমৃতবৃষ্টির মত কাব্য ছন্দ।


আমাকে নিয়ে চলো-
যেখানে শান্ত সমীরণ খেলে যায়,
তোমার প্রেমময় সুন্দর আঙিনায়
যেখানে মুক্তি পায় চির অসহায়।