একজন মানুষ,
যার মাঝে পাপ-পুণ্যির বোধ নেই!
যে বিশ্বাস করে, মৃত্যুর পরে কিছু নেই
সে তো চাইতেই পারে অমরত্ম!
সে তো হতেই পারে
অনন্তকালের ভোগের মাশুক!
কেন সে করবে সংযত আচরণ?
ত্যাগের ভাগীদার হয়ে
কেন সে করবে নিয়ত উপোষ!
তার হৃদয় কাঁদবে কেন অন্যের দুখে
কেন সে ব্রতী হবে অপরের কল্যাণে?
শেষ বিচারের ভয় যদি নাই থাকে-
নাই যদি ভয় থাকে দন্ড পাবার,
তবে দুর্নীতি তার কাছে কেন হবে দোষের?
কেন তবে আত্মসাৎ, জবর-দখল,
লুট-পাট, খুন-খারাবি হবে নিন্দনীয়?
মুক্ত জীবনের মুক্তবাক
তাই চলতে থাকে বাধাহীন,
যেমন চলছে হেসে-
আমাদের প্রিয় ভূমি বাংলাদেশে!