মোহনীয় সভ্যতার গিনিপিগ যারা
মুক্তির অঙ্গীকরণে আস্থাশীল তারা!
জমিনের মরীচিকা করে না হতাশ
হৃদয় শীতল করে হিমেল বাতাস।
প্রতারণা-ইন্দ্রজাল দেখেছে অনেক
যদিও বা এ জীবন থাকবে ক্ষণেক;
চাঁদনী রজনী জুড়ে দেখে যায় স্বপ্ন
সুরার নেশায় থাকে অভিসারে মগ্ন!


গুপ্তরহস্য প্রকাশে সত্য কষে ধরো
প্রশান্তির ছায়াতলে শুদ্ধ বিশ্ব গড়ো।
মরীচিকার পিছনে অকারণে ছোটো
বিপর্যয় আসবেই, ঘুম থেকে উঠো;
তুলে ধরো নভস্থলে মুক্তির কেতন
তবেই জাগবে মনে অনিন্দ্য চেতন।