শক্তির দাপটে মুক্তির আকুতি যখন
পড়ে পড়ে মার খায় আধুনিক সভ্যতার
মানবতাহীন চিড়িয়াখানায়, তখন স্বপ্ন
খোরাক হয় নিষ্ঠুর খাদকের অরণ্যে!


ভূলুন্ঠিত হয় লালিত মূল্যবোধ নির্বিচারে!
রচিত হয় কলঙ্কিত ইতিহাস বার বার!
সাক্ষীহীন অরুণোদয় মেঘের আড়াল থেকে
ঝরায় শ্রাবণের বর্ষণ, মাত্রাহীন চেতনায়!


সৃষ্টি হয় বেদনার খন্ডচিত্র জনসম্মুখে!
সঙ্কুচিত হয় অনাবিল আনন্দের বিনোদন!
আসে বিবর্ণ সঙ্কট, অট্টহাসি হাসে প্রতিপক্ষ!
আবারো কি তবে জ্বলবে ফাগুনের-আগুন!


মারমুখী নিনাদে প্রকম্পিত হয় রাজপথ!
প্রচারিত হয় বিকৃত ইতিহাস বীরদর্পে!
কিংকর্তব্যবিমূঢ় জনতার থেমে যায় হাসি-
কোন এক অজানা ভয়ানক আশঙ্কায়!