তুমি শুধু ইতিহাস বদলে দিতে অপারগতা প্রকাশ করেছ;
আর সবই তো তুমি পার,
আমার কিছু দাবী আছে মওলা তোমার কাছে,
বিশ্বাস করি পূরণ করার শক্তিও তোমার আছে।
দুনিয়ার তাবৎ মখলুকাতের ‘রুহ’ তোমারই সৃষ্টি,
ইবলিশ ও তার বাইরের কিছু নয়,
হয় তাকে হেদায়াত দাও, নইলে তাকে কর গ্রেফতার;
অথবা তার আয়ুস্কাল এখানেই সমাপ্ত কর।  


তোমার জমিন জবর দখল করে যারা
নিজেদের আইনে শাসন করে তোমার আইন না মেনে!
আমি বিশ্বাস করি, তাদের সম্মিলিত শক্তির চেয়ে
তোমার শক্তি অনেক গুন বেশি।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, ইয়াহুদী-
শিয়া, সুন্নি, তাবলীগ, কাদিয়ানী, মাজার পুঁজারী,
পীরের উছিলা, হরেক কিসিমের বিশ্বাসের
সঠিকটা রেখে বাকি সব মিটিয়ে দাও।


তোমার জমিনে আমি ঈমান নিয়ে বাঁচতে চাই,
আমি অতি সাধারণ; আমার তো মোহ নাই,
তবে আমি কেন হবো ঈমানহারা জাহান্নামী?
আমি ঈমান নিয়ে মরতে চাই তোমার পৃথিবী থেকে,
আমি ঈমান নিয়ে দাঁড়াতে চাই তোমার বিচারিক আদালতে।


নাজ্জাশীর আগ্রাসী থাবা থেকে,
আবরাহার হামলা থেকে তুমি রক্ষা করলে
তোমার পবিত্র উপাসনালয় “মক্কা মোয়াজ্জমা।”
আমি বিশ্বাস করি, সমাজবাদ, পুঁজিবাদ,
নাস্তিক্যবাদ সহ সকল মানবতন্ত্রের আগ্রাসন থেকে
তোমার দীনকে রক্ষা করা তোমার কাছে অতীব সহজ কাজ;
আমি বিশ্বাস করি, আমার দাবীগুলো না মেনে
তুমি আমাদের মত অসহায়দের শাস্তি দিতে পার না।
আমরা তো এমনিতেই স্বৈরাচারের আজাব খানায় বন্দী!
তারপর তুমিও যদি জাহান্নামী কর তবে ইনসাফ পেলাম কোথায়?


হে মওলা,
অনুগ্রহ করে আমার দাবী গুলো মেনে নিয়ে  
মুক্তির পথকে সহজ করে দাও।