খরস্রোতা নদীর তোড়ে
সুখের বাসর ঝরে,
মাটির পয়সা মাটি খেয়ে
রাক্ষুসী পেট ভরে!


পাষাণ পুরীর প্রান্তসীমার
অশান্ত ওই প্রাণে,
ময়নারে আর ফেলিস না
অশ্রু দুই নয়নে!


বালাখানায় সুবাস ছড়ায়
কত ঝড়ের পাখি,
অশ্রু দিয়ে গাঁথে মালা
সুরমা মাখা আঁখি!


রঙের ফানুস যায় হারিয়ে
অচিন দেশের মেঘে,
মায়ায় ভরা সোনার কায়া
খায়রে মনের বাঘে!


সুখের ছবি পুড়িয়ে রবি
রুদ্র ক্রোধের তাপে,
কড়ির জোরে নিক্তি গড়ে
ব্যথার ওজন মাপে!