মৃত্যুকে ভয় পেলেও মুক্তি নেই!
যদিও কেউ কেউ অবজ্ঞা করে!
কারো কাছে বা মুক্তির ছাড়পত্র;
কারো কাছে নিদারূণ রসিকতা!
তবু, ফুরালে সময় সমাপ্ত শ্বসন।
পীড়িত সৃষ্টি, করে প্রাণপণ রণ!
সেটাই তো স্বাতন্ত্র্য রক্ষার যুদ্ধ;
যে যুদ্ধে, মরে মানুষ বেশুমার!


পার্থিব স্বার্থে করলে দ্বন্দ কলহ
থাকে না তাদের মাঝে পার্থক্য!
পরস্পর প্রকাশিলে স্বীয় কীর্তি,
রইবে না প্রীতি! রবে না ঐক্য!
তখন, কে কাকে বলবে উত্তম!
নয় কেউই মানবিক গুণসম্পন্ন।