বিন্দু বিন্দু জল দিয়ে সৃষ্টি হয় সিন্ধু
ক্ষণে ক্ষণে পাপ জমে ভাগ্য হয় নষ্ট!
সত্য সদা বলা মানা মনে রেখে চান্দু
ছন্দ আঁকে মনে মনে মেনে নিয়ে কষ্ট!
ওরা ভ্রষ্ট নয় বলে শান্ত থাকে নীড়ে
তিক্ত স্বাদে পিষ্ট হয়, তবু বলে মিষ্ট,
স্বপ্ন দেখে অল্প-অল্প এই সত্তা ঘিরে;
তাই করে নারে লোভ, হয় নারে দুষ্ট।


এই ভাবে যদি শেষে দিন কেটে যায়
পাবে বুঝি শান্তি পরে, এই আশা নিয়ে;
দিন গুনে একে একে, জয় করে ভয়-
করে নারে কোন ছল্ মিছে আশা দিয়ে;
মনে পোষে তাঁর ভাষা, করে নারে দোষ
পায় যদি মুক্তি শেষে, হবে বড় খোশ।