আলোরা এসে যদি মুছে দিত কালো!
ধন্য হতো অন্ধপৃথ্বি মুক্ত হতো ধূলো।
আলেয়া-আলোর মাঝে ব্যবধান কত?
সেই জানে যে রহস্য উন্মোচনে রত।
মহাবিশ্ব নিয়ে গবেষনার মাঝে আছে
পারলৌকিক মুক্তির লোভনীয় আশ্বাস।
মহাজাগতিক চিন্তা থেকে সরে এসেছে
মুসলিম! তাইতো দর্শনে নেই বিশ্বাস!


হয়তোবা অনেক দূরে আছে পরিত্রাণ!
তবু উদ্দীপনা যদি যোগায় অনুপ্রেরণা,
ছিন্ন করিয়া মায়াজাল ভুলে অভিমান
জয়ের বন্দরে পৌঁছলে মিলবে সান্ত্বনা।
তাই সবে একমঞ্চে এসো বিভেদ ভুলে
আঘাত হানো মূলে, দুয়ার যাবে খুলে।