ফাগুনের আগুন যখন কৃষ্ণচুড়ায় ফোটায় ফুল;
অগ্নিঝরা মার্চ বলে আয়, বুকের রক্ত ঢেলে দে!
যুগান্তরের ঘূর্ণিপাকে সত্য হারায় মুক্ত বাক!
কালের স্রোতে ভন্ড ভাসে, উজান পথে বীর হাসে।
পিচ ঢালা পথ লালচে রঙে রঞ্জিত হয় খুনবানে!
বারুদঘ্রাণে মিছিল নাশে, বুলেট নাচে বুক জুড়ে!
তপ্ত হাওয়ায় বার্তা আসে, তুলতে হবে জোর স্লোগান,
রক্ত নেশায় মাতাল খুনি, মার্চ এলে তাই জাল বুনে!
কাল কি হবে, আজ জানে না; মুক্তিকামী ক্ষণ গুনে।
জয়ের কদম জোরছে চালায়, লাল-সবুজের সেই রণে।