হে মহান প্রভু, তোমার চরণ তলে
রাখিয়া নত শির, করিতেছি প্রার্থনা,
লুপ্ত করে দাও গুপ্ত করোনার বিষ
তুলে নাও চিরতরে এ ভয়াল যন্ত্রণা।


অক্টোপাশের মতই ধরেছে খামচে
আরকি ছাড়বে না, করবে সাবাড়!
বিবর্ণ চরাচর চায় একটু সান্ত্বনা
নেই বিবশ জনতার মুখের খাবার!


লাশের মিছিলে শুনি কান্নার ধ্বনি
শোকের মাতমে ওই দেখি হাহাকার!
মুক্তির আকুতিতে পরিশ্রান্ত জনপদ;
আর কত বড় হবে কষ্টের পাহাড়!


দয়া করে ক্ষমা করো, শান্তি দাও
প্রবাহিত করে দাও নির্দোষ বাতাস,
ভেসে যাক জীবানু যত মানবশত্রু;
বিপদমুক্ত করে দাও সুখের আবাস।