মন খারাপের দিনগুলো শুধু
ছুঁয়ে ছুঁয়ে যায় শূন্যতা,
স্মৃতির পাতায় লেখা নেই সুখ
ভরে আছে শুধু ব্যর্থতা!


অরুণোদয়ের অনুভূতি ছিল
তারুণ্য ছিল সুরে গাঁথা,
অবহেলা এসে করে নিল গ্রাস
দ্রোহ হয়ে গেল ধৃষ্টতা!


হারিয়ে ফেলেছি জননীর ছায়া
আশপাশে হাসে বৈরিতা,
বর্ষা, ফাগুনেও ছিল না জীবনে
কাব্যিকতার গভীরতা!


প্রতারিত এই হৃদয়ে ছিল না
কল কাকলীর মুখরতা,
প্রান্তিক আমি স্বপ্ন বিহীন
পরগাছা সম তৃণলতা!


ঈদের আনন্দে জাগে বসন্ত
খুঁজে পেতে চাই সান্ত্বনা,
অবশেষে দিও মুক্তির স্বাদ
তাই করি তব বন্দনা।