সকাল থেকেই বেধে গেলো শনির সাথে যুদ্ধ
বিকেল হবার আগেই দেখি, আমি কারারুদ্ধ!
এমন সময় উঠলো বেজে সমর শেষের ঘন্টা
রক্ত নদীর প্লাবন দেখে কাতর হলো মনটা!


ছেঁড়া কাঁথায় শুয়ে দেখি কোটি টাকার স্বপ্ন
বিষাদ সিন্ধু পাড়ি দিতেই ফুরিয়ে গেল লগ্ন!
আশার বাণী শুনতে শুনতে স্বপ্নে দেখি স্বর্গ,
বর্গীরা সব লুটেই নিল, যদিও দিতাম অর্ঘ্য!


সবাই জানি আসবে যেদিন, মরণ সুনিশ্চিত;
এই দুনিয়ার বিজয় তখন গাইবে ভিন্ন গীত!
হাম্বরা ভাব, ভাংবে খোয়াব, লুপ্ত হবে শক্তি;
ভেবে দেখ, হিসেব শেষে পাবে কিগো মুক্তি?